নাগরিক অসুখ -2

নাগরিক অসুখ -2
– – অ ত নু ন ন্দী

ঝরে পরা বিবর্ণ হলুদ পাতা …
বা লকলকে সবুজ পাতাবাহার..
কোন কিছুই টানে না আমাকে ;
শুনে তুমি চন্ডাল লিখে দিয়েছো বুকের শিলালিপিতে l

তুমি শোনো নি এখনো – তোমার প্রিয়শহরের হোটেলগুলো
আমার কাছে এক একটি শবাগার l

মায়াবী নিয়নের আলোয় নিতম্ব–দোলো পাখিরা –
তোমার উপভোগ্য সাবজেক্ট আমি জানি l
আমার মাইল ফলকের গায়ে
ছড়ায়ে রয়েছে শালবন ..ছিটিয়ে রয়েছে নদী l

0.00 avg. rating (0% score) - 0 votes