যদি আর ভাল না বাস ।।। শফিক তপন
যদি ভালো না বাস তবে কিবা যায় আসে,
নি:শ্চয়ই ঐ চাঁদনীটা থাকবে মোর পাশে ।
কাটাব রাত মেঘে ঢাকা চাঁদ তারার নীড়ে,
সাজাব এ জীবন বসন্ত বাতাসে ঘুরে ফিরে ।
যদি ভালো না বাস তবে কিবা যায় আসে,
নি:শ্চয়ই ঐ নদীটা থাকবে আমার পাশে ।
ওর তীরে বসে শুনব ওরই মনের যত কথা,
জানাব ওরে আমার এ মনের যত ব্যকুলতা ।
যদি ভালো না বাস তবে কিবা যায় আসে,
নি:শ্চয়ই ঐ গাছপালা থাকবে মোর পাশে ।
এবুক ভরে নেব নি:শ্বাস বসে গাছের ছায়ে,
হারাব নিজেরে নীরবে নিভৃতে উদাসী বায়ে ।
যদি ভালো না বাস তবে কিবা যায় আসে,
নি:শ্চয়ই ঐ ফেসবুকটা থাকবে মোর পাশে ।
তার পাতায়ই লিখে যাব এ মনের যত কথা,
হাজার লাইকে মিশে যাবে মোর আকুলতা ।
যদি ভালো না বাস তবে কিবা যায় আসে,
নি:শ্চয়ই তোমার ঐ স্মৃতি রবে মোর পাশে ।
স্মৃতির মিনারে আমি জেগে রব আজীবন,
সেই স্মৃতির নিবীড় স্পর্শে রাঙাব মোর মন ।
রোববার, ২৩শে জুন, ২০১৯ইং
৯ই আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ