বৃষ্টি কাব্য –৭

বৃষ্টি কাব্য –৭
-লক্ষ্মণ ভাণ্ডারী

রিম ঝিম বৃষ্টি ঝরে
দূরে আকাশ হতে,
মাঠ ঘাট জলে ভরে
জল জমেছে পথে।

অজয়ের খেয়াঘাটে
কেউ কোথাও নাই,
ঝর ঝর ঝরে জল
চলে কৃষক ভাই।

কালোমেঘে গগনেতে
বজ্র হুঙ্কার ছাড়ে,
চারদিক ছায় মেঘে
ঝড়ের বেগ বাড়ে।

খেত মাঠে জল জমে
জল জমে রাস্তায়,
সারি সারি লোক চলে
ছাতা লয়ে মাথায়।

ঝম ঝমা ঝম জোরে
বৃষ্টি যখন নামে,
বাতায়নে দেখি চেয়ে
ঝড় বাদল থামে।

0.00 avg. rating (0% score) - 0 votes