তুমি আমার বুকের চাঁদ

তুমি আমার বুকের চাঁদ ।।। শফিক তপন

দেখনা ঐ চাঁদটা আকাশের বুকে,
জড়িয়ে আছে কত যে মধুর সুখে ।
তুমি ঐ চাঁদের মতই অনেক দামী,
তোমায় এবুকে যত্নে রাখব আমি ।

চাঁদটা যেমন ঐ আকাশকে ডাকে,
আকাশের পানে চেয়েচেয়ে থাকে ।
সারাটা জীবন তুমি আমার থেক,
আমারে আদর ও যত্নে ভরে রেখ ।

চাঁদ তার ঐ জোছনা দেয় ঢেলে,
আকাশটা উদার বুক দেয় মেলে ।
এভাবেই ওরা প্রেম করে বিনিময়,
চিরদিন দুজন দুজনার হয়ে রয় ।

কখনও যদি আমাকে ছেড়ে যাও,
দূরে সরে গিয়ে মোরে বেথা দাও ।
তবে চাঁদটাও যে যাবে মেঘে ঢেকে,
আকাশও যাবে সরে চাঁদকে রেখে ।

আকাশ যদিও রাখে চাঁদকে ধরে,
ভালবাসা থাকবেনা চাঁদের তরে ।
তাই নীবিড় বন্ধনে আমায় রেখ,
তোমার প্রীতির প্রেমে মোরে ঢেক ।

বিলিয়ে দিও যত্নে যত ভালবাসা,
মিটিয়ে দিও মোর সুখ ও প্রত্যাশা ।
আমিও চাই তোমায় রাখতে বুকে,
যেন কাটে জীবন চাঁদের মত সুখে ।
শনিবার, ২২শে জুন ২০১৯ইং
৮ই আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ ।

 

0.00 avg. rating (0% score) - 0 votes