বৃষ্টি, তুমি আসো নি

বৃষ্টি, তুমি আসো নি (তিনটি অণু কবিতা)
বলরাম সরকার
———–(১)———-
তোমার আকাশ মেঘে ঢাকা –
ঝরছে বৃষ্টি ,অঝোরে তাই ;
আমার আকাশ আগুন ভরা-
তবু , আকাশ কিন্তু একটাই।
———–(২)———–
আমার উঠোনে রোদের আনাগোনা ,
আমি তো তাকে চাই নি !
তোমার আসার কথা ছিল ,তাই না ?
বৃষ্টি, তুমি কিন্তু আসো নি।
———–(৩)———–
আমার পাড়া রৌদ্রে পোড়ে ;
তোমার শহরে বৃষ্টি নামে ।
এখন দেখি আকাশ টাও –
মোদের মাঝে বিভেদ টানে।
————————-

0.00 avg. rating (0% score) - 0 votes