কান্না দিয়ে জীবন শুরু
লক্ষ্মণ ভাণ্ডারী
কান্না দিয়ে জীবন শুরু যখন,
কান্না দিয়েই জীবন শেষ হয়।
জন্মিলেই মরিতে হবে যখন,
মরণের তরে মিছে কেন ভয়।
দু’দিনের তরে এই ভবে এসে
কেন কর এমনি ছল চাতুরি,
অন্তিমকালে তব মরণের পরে
খাটবে না আর সেই বাহাদুরি।
মানুষকে ঠকিয়ে সারা জীবন
গড়েছো যে অট্টালিকা প্রাসাদ,
জনম মরণ বিধির এই লিখন
পেতেছে বিধাতা মরণের ফাঁদ।
ভবের হাটে সুখ কিনতে এসে
সইলে শত দুঃখ আর যন্ত্রণা,
সময় থাকতে ধর গুরুর চরণ
ত্রি সন্ধ্যায় কর ভজন সাধনা।
মানুষেরে ভালবাস তুমি আজি
মানব সেবাই ভগবানের সেবা,
লক্ষ্মণ বলে, অন্তিমে মরণকালে
মানুষ ছাড়া সাথে যাবে কেবা?