নীল রুমাল
✍ বলরাম সরকার
====================
নীল রুমাল তোমার খুব পছন্দ।
একটা নীল রুমাল চেয়েছিলে তুমি;
আমি তা দিতে পারিনি।
তার বদলে তোমাকে আমি
দিতে চেয়েছিলাম ,
একটা গোটা নীল আকাশ।
ইচ্ছে ডানায় ভর দিয়ে সেখানে -
খেয়াল মত উড়ে বেড়াবে তুমি।
তোমার সেটা পছন্দ হয় নি।
আজ তুমি পেয়েছ নীল রুমাল ,
সত্যি অনেক দামি।
তবে ,সেটা শুধু অশ্রু মোছার তরে।
নীল আকাশ ও পেয়েছ ;
তবে, গ্রিল লাগানো ছোট্ট জানালা পাশে
আজ সে আকাশ হয়েছে চৌকো ,
ঠিক নীল রুমালের মত।
জানালার পাশে বসে
আজ শুধু চেয়ে দেখো তুমি ,
সারি সারি সাদা বক গুলো
কেমন করে উড়ে চলে -
দূর.. থেকে আরও.. দূরে..
মুক্ত আকাশের নীলে....
Post Views: ২৭৯
0.00 avg. rating (0% score) - 0 votes