প্রবহমানের উদ্দেশ্যে

বৃক্ষের শোকে নতজানু মেয়েটি

ফ্যালফ্যাল চোখে চেয়ে আছে

তাপ্পি মারা উন্নয়নের দিকে!

ক্ষয় পেতে পেতে দোপাটি’ও

লিখে রেখে যায় ,

ছিন্নমূল হয়ে যাচ্ছি সকলে..

মৃত্যুর সংবাদ

দাবানল হয়ে ছোবল মেরে যায় নিহিত শিশিরের বুকে ।

প্রণাম মন্ত্র জপ করি

কিংশুক মাঠে বসে , প্রবহমানের উদ্দেশ্যে ।

0.00 avg. rating (0% score) - 0 votes