আলো নিভে এলে

আলো নিভে এলে
-অতনু নন্দী

করতল ছুঁয়ে নিভৃত গোধূলি গড়িয়ে
যায় ঝুল বারান্দা বেয়ে

বুঝতে পারি , রক্তক্ষরণ পরাজয়ের বার্তা বয়ে নিয়ে এসে দাঁড়িয়েছে দ্বারে ।

হে দায়হীন সময় ,
জীবনধারণের অধিকার ছুঁয়ে যাক
স্বর্গীয় কলম

প্রচীন জাহাজের খোলে পানকৌড়ি
প্রজন্ম টেনে দিয়ে যাক ইহকালের গন্ডি ।

হে প্রবীণ অবকাশ
নেমে এসো আগামি প্রজন্মের
কিংশুক প্রান্তরে,
অন্নের অধিকার লিখে রেখে যাই
সোনালী ধানের দানায় ।

0.00 avg. rating (0% score) - 0 votes