ওগো, সূর্যদেব! যেওনা তুমি চলে !

ওগো, সূর্যদেব! যেওনা তুমি চলে !
               -বলরাম সরকার
——————————–
ওগো, সূর্যদেব! যেওনা তুমি চলে !
আমারে আঁধারে একলা ফেলে ।
তুমি গেলে অস্তাচলে ,
প্রিয়া যাবে দূরে চলে ।
তোমার আলোর কৃপাতে ,
আছে প্রিয়া আমার সাথে ।
কত ভালবাসা আছে বাকি –
প্রিয়ার কপালে চুম্বন আঁকি ,
হয় নি তো এখনও আকাশ নীলে
প্রিয়ার সাথে সূর্য-তাপের স্নান ।
রিক্ত মরুর তপ্ত বালুয় হেঁটে
মরুদ্যানে , পাখির গানে –
হয় নি প্রিয়ার অধর সুধা পান।
ওগো সূর্যদেব ,থাকো না তুমি ।
থাকো  তুমি , দীর্ঘক্ষণ-
যেমনটি চাই মোরা দুইজন ।

0.00 avg. rating (0% score) - 0 votes