এসো হে রজনী

-বলরাম সরকার
——————
এসো হে রজনী !
নিয়ে গান ,ঘুম পাড়ানি।
ঝরে অন্তরে মোর ,
স্বপ্ন প্রিয়ার প্রেম-নির্ঝর ।
এসো নিশি , 

প্রেম পিয়াসী ,
সেথা চাঁদের কোমল কিরণ
নাহি প্রয়োজন । কারণ –
নির্জন সে নিশীথে
স্বপ্নেরে ভাঙিবে ।
ছায়া রূপ ধরি –
প্রিয় ! প্রিয় ! করি ,
আসিবে সে আঁধার ক্ষণে ;
আসিবে সে আমার মরণে ।
যাবে নিয়ে মোরে
চারিটি অশ্বের পরে
দূর হতে সুদূরে
সাগরের পারে ।
রবে না, কভু সেথা –
প্রাণের কোনো ব্যস্ততা ;
কোলাহল, ক্লান্তি ।
রবে শুধুই শান্তি –
মনোরম । অপেক্ষা চিরন্তন..
পেতে আর এক নব জীবন ।
বিস্মৃতির সাগর তীরে-
বালির ইমারত গড়ে ,
রচিব মোদের-
স্বপ্নের বাসর !!

0.00 avg. rating (0% score) - 0 votes