অন্ধকারে ওরা
-বলরাম সরকার
^^^^^^^^^^^^^^^^^^
সূর্যটা তখনও ওঠেনি !
শুরু হয়ে গেছে তবু
ওদের ছুটোছুটি ।
ওদের সূর্য ওঠে মাঠে ,
চারিদিক ভরে ওঠে আলোয় ;
তবু ওদের জীবন থেকে
কাটে না অন্ধকার ।
কে বলেছে ‘ক্লোরোফিল ছাড়া
খাদ্য তৈরি হয় না ?’
ওরা যে দিনে দুপুরে –
জলে ভিজে ,রোদে পুড়ে
ধরণীর বুকে একটা একটা করে
ধান বীজ বুনে –
জন্ম দেয় সভ্যতার ।
না! না !ওরা স্বভোজী নয় !
উৎপাদন করতে পারলেও
ওরা যে ভোজন করতে পারে না ।
ক্ষুধা মহাজন ওদের পেটে
করের জন্য দাপিয়ে বেড়ায় ;
তবু ওরা কয়লা হয়ে
পৃথিবীর চাকা ঘুরিয়ে যায় ।
ওদেরকে করে পদানত
হয়েছি আমরা উন্নত ।
ভদ্র মানুষের মুখোশ পড়ে-
ওদের ভাঙাচোরা কুঁড়ে ঘরে
ছুটে যাই ভোট নিতে ;
সকলকে ফাঁকি দিয়ে
সিংহাসন পেতে ।
আছে যারা অন্ধকারে ,
ওরা মোদের ছাড়বে না রে !
না দিলে অধিকার –
সুষ্ঠ ভাবে বাঁচার,
একদিন, ওরা হবে একত্র
পৃথিবীর সর্বত্র;
ভাঙবে জাতির মান।
তাই রাখতে জাতির মান ,
চায় মোদের ভালোবাসার প্রাণ ।
মহৎ একটা হৃদয় নিয়ে ,
সহানুভূতির প্রলেপ দিয়ে ,
ন্যায্য পাওনা মিটিয়ে দিয়ে –
ওদের বসতে হবে ভালো ,
ওরা যে এ পৃথিবীর আলো ।