দিবসের অবসানে
লক্ষ্মণ ভাণ্ডারী
দিবসের অবসানে সূর্য যবে ডুবে,
রবির কিরণ যত সব যায় উবে।
পথ ঘাট অন্ধকার তারাগুলি ফুটে,
পূর্ণিমার চাঁদ ওই আকাশেতে উঠে।
অজয়ের নদীজলে জোছনা ছড়ায়,
কুলু কুলু সারারাত নদী বয়ে যায়।
পূব আকাশের কোণে শুকতারা হাসে,
চাঁদতারা ডুবে যায়, ভোর হয়ে আসে।
প্রভাত পাখির গানে ভরে উঠে মন,
প্রভাতের সোনা রবি ছড়ায় কিরণ।
গাছে গাছে পাখি সব কলরব করে,
শালিকের দল আসে অজয়ের চরে।
সকালে অরুণ রবি উঠে প্রতিদিন,
দিনশেষে অস্তাচলে দিগন্তে বিলীন।