তুমি বৃষ্টিতে ভিজছো, শুভ্র পালক জলে ভারি হয়ে
উঠছে । খুব ইচ্ছে হয় সাহস করে তোমার রূপের
অনেক প্রশংসা করি, কিংবা অন্য কিছু বলে-কয়ে
তোমাকে প্রীত করার চেষ্টা করি যদিও এসবের
ভেতরে চূড়ান্ত ব্যার্থ আমি। থাকি মৌন অগোচরে
নিতান্ত অবহেলিত। কেবলই যাই আরো দূরে সরে।
Post Views: ২০৮
0.00 avg. rating (0% score) - 0 votes