ঝড়ের তোড়ে দোর

যদি ঝড়ের তোড়েই খুলে যায় তোমার দোর
না মেনে তোমার হাজারও নিষেধ-শোর,
তবে কি হলো লাভ?
আমি তো শুষ্ক প্রেম উদ্যানের দুর্ভিক্ষে অনাহারী হয়ে-
ঝড়ের বেগে ঝড় হয়েই তোমার দোরে আঘাত হানতে পারি,
নিশ্চিহ্ন করতে পারি তোমার সেগুন কাঠের দোর।
আমি প্রেমের ঘোরে মাতাল হয়ে
মেলাতে পারি গভীর রাত আর ভোর।

0.00 avg. rating (0% score) - 0 votes