ছোট গাঁয়ে ছোট ঘর

ছোট গাঁয়ে ছোট ঘর
লক্ষ্মণ ভাণ্ডারী

ছোট গাঁয়ে ছোট ঘর ছোট ফুল গাছে,
দিঘিতে মরাল ভাসে মরালীর পাছে।
রাঙাপথে প্রতিদিন গরুগাড়ি চলে,
রাখাল বাজায় বাঁশি তরু ছায়াতলে।

সবুজ তরুর শাখে ছোট পাখি গায়,
কুসুম কাননে অলি পুঞ্জেপুঞ্জে ধায়।
সকালে সোনার রবি পূবদিকে ওঠে,
রাখাল গরুর পাল নিয়ে যায় গোঠে।

গ্রাম সীমানার পাশে ছোট নদী বয়,
নদীতীর সুশীতল নামটি অজয়।
অজয়ের খেয়াঘাটে যাত্রীদের ভিড,
কোলাহলে ভরে ওঠে অজয়ের তীর।

দিবসের অবসানে সূর্য বসে পাটে,
সাঁঝের আঁধার নামে অজয়ের ঘাটে।

0.00 avg. rating (0% score) - 0 votes