ভুলিনি তোমায়

ভুলে গেছি আমি ভুলে গেছি সব
ভুলি নাই তোর মনে রাখা অনুভব
বেখেয়ালী মনে ভুলি কি কারনে
আজ দেখি চেয়ে আছি পুরাতনে সব।

আজ ঠিক কভু জানি আমি তবু
একটু বদলে যাইনি নিজের মাঝে,
দাঁড়িয়ে রয়েছি তোমার পথের
ঠিকানায় জুড়ে যতো থাকি ভুলি নাযে।

বাসা বাঁধে সেতো নিজেরই মতো
ভুলে গেছে সেতো মনেরই মতো জানি,
ছলনার প্রেম ডাকিয়ে এলেম
তবু তুমি মোর সহনে যাতনা খানি।

0.00 avg. rating (0% score) - 0 votes