স্বপ্ন কাহিনী

এ মনের হাজার চাওয়া,
জীবনের একটু পাওয়া,
অন্তরের শত ব্যথা,
হয়ে যায় স্বপ্ন গাথা।
হৃদয়ের কামনা,
অতৃপ্ত বাসনা,
খুঁজে পায় পূর্ণতা
হয়ে স্বপ্ন কথা!
স্বপ্ন ভেঙে যবে
ফিরি এই বাস্তবে
নোনা জলে ভেজে আঁখি,
‘কত পাওয়া আছে বাকি’!
পড়ে সময়ের যাঁতাকলে –
সেই গাছতলা গিয়েছ ভুলে।
তুমি তো পারতে-
একটিবার ফিরতে
হৃদয়ের ডাক শুনে-
সেই বিরাট প্রাঙ্গণে;
যেখানে দুজনে মিলে-
সকল বাস্তব দূরে ফেলে
জীবন গড়ার হাসি হেসে
স্বপ্নেরই নৌকোতে ভেসে
আমরা দিয়েছিলাম পাড়ি,
যেখানে আমাদের বাড়ি
আর আছে কান্না ও হাসি
বলেছিলাম, “ভালোবাসি”!
             //স্বপ্ন কাহিনী//
            ২৫:০৪:২০১৯

0.00 avg. rating (0% score) - 0 votes