ঊষাকালে মোর গাঁয়ে

ঊষাকালে মোর গাঁয়ে
লক্ষ্মণ ভাণ্ডারী

ঊষাকালে মোর গাঁয়ে সমীরণ বয়,
তরুশাখে গাহে পাখি সুপ্রভাত হয়।
পূর্বাকাশে হেরি রবি লোহিত বরণ,
ফুলকলি ফুটে সব পুষ্পিত কানন।

সকালের সোনারোদ ঝরে বারান্দায়,
ময়না চড়ুই এসে খেলে আঙিনায়।
দূরে আঙিনায় দেখি বাঁধা রাঙীগাই,
রাঙীগাই আছে শুয়ে, বাছুরীটি নাই।

সারি সারি গরুগাড়ি রাঙাপথ ছাড়ি,
অজয়ের নদীঘাটে ছুটে তাড়াতাড়ি।
অজয়ের ঘাটে এসে গাড়ি সব থামে,
বেনারসী শাড়ি পড়ে নববধূ নামে।

অজয়ের বালুচরে নৌকা বাঁধা থাকে,
সকালের সোনারোদ হাসে নদীবাঁকে।

0.00 avg. rating (0% score) - 0 votes