ভালো মানুষ

আমরা যদি মানুষ হতাম
মানুষ মোদের চিনতে,
মানুষ মানুষ এক জোটেরই
সভ্য পোষাক ফিনতে।

আরো দশটি মানুষ পেতাম
স্বর্ণ সমাজ মুল্যে,
স্বর্গ ছায়ার নাগাল হতো
থাকতে সমান তুল্যে।

সাদুপদেশ আমরা যখন
ভালো মানুষ সাজি,
নিশ্চুপ হয়ে বসে থাকে
নাটকটা এক পাজি।

ভালো মানুষ চেনা যায় রে
ভালো আচার দিয়ে,
খারাপ মানুষ বিবেক ফাটায়
লোভো চামচ নিয়ে।

খারাপ মানুষ খেলা করে
হিংসা ক্রোধ খেয়ে,
ভালো মানুষ আছার খেয়ে
থাকে নিচে চেয়ে।

ভালো মানুষ মনে করে
ধোঁকা খেলো কতো,
তাদের জীবন ঠুকরে কাঁদে
আজো যতো ততো।

হায়রে মানুষ আজব মানুষ
করে অভিনয়,
ভালো কথা মুখে বলে
কাজে অন্যপায়।

আমরা যাকে ভালো বলি
কেমনে ছড়ায় গন্ধ,
আজকে যাকে ভালো বলি
কালকে হয়কা মন্দ।

ভালো মানুষ কেনা যায় না
অর্থ টাকা ছলে
ভালো মানুষ পা চলেনা
মন্দ শক্তির বলে।

সাধু বেশে পোষাক পড়লে
ভালো হয় কে বলে,
ফন্দি লোকে ধান্দা বুঝো
কৌতূহলী ছলে।

যে জাতি রই মাথা পাগল
কতটুকু ভালো,
পাগল যদি ছাড়া থাকে
জগত এলোমেলো।

পাগল চিনতে দুর লাগেনা
বিবেক ছাড়া কাজ,
সেই পাগলে ভালো হয় না
করিলাম আন্দাজ।

ভালো মানুষ ভুল বুঝি লো
নিজের থেকে পড়ে,
খারাপ মানুষ ভুল বুঝি লো
আঘাত পাবার ঢরে।

0.00 avg. rating (0% score) - 0 votes