বিরহের গান

বিরহের গান
     -বলরাম সরকার
*************************************
কত শত তারা জ্বলে     ওই   আকাশের   মাঝে;
সব আলো ম্লান হয়   জ্বলজ্বলে সূর্যের তেজে।।
মনের ভিতর জমা        আছে  কত শত দুখ;
সব কিছু ম্লান হয় দেখে   তোমার  হাসি মুখ ।
যে প্রেম আছে এ মনে  শুধু তোমার জন্য,
সে প্রেম নিখাদ অতি সে প্রেম বড়ই সত্য।।
বিষন্ন মন তোমার ভাবনায় কোকিলও কুহু গায়;
স্বপনে তোমার বাহুমাঝে এ মন হয় যেন নির্ভয়।।
এ মন সারাটি জীবন চায় তোমাকেই বাহু মাঝে;
এ মন সারাক্ষণ তাই   স্বপনে তোমাকেই খোঁজে ..
না জানি কবে হবে আমার এ প্রতীক্ষার অবসান!
হয়ত বা মরণেই থেমে যাবে     বিরহের এই গান ।।

0.00 avg. rating (0% score) - 0 votes