চলে যাবে কেউ

কেউ চলে যাবে কেউ থেকে যাবে নিরবে,
এমনি নিয়ম সবারই মাঝে থাকবে।
তার লাগি কাঁদো কাঁদো কেনো তুমি তাই,
যে যাবার যাবে যে থাকার থাকবে কভু

আরো এলো কেউ নতুনের চেয়ে নতুন,
আরো ভালো লাগা আর বেশি দেয় আমাকে

কে রেখেছে মনে চলে যাওয়ার মানে,
কে ভেবেই রাখে আড়ালে যাওয়া কেহু।
শুণ্য হয়না পৃথিবীর কিছু কোথায়,
যা চলে যায় তা কেউ এসে পুরো ভরায়।

এমনি কতো যে এলো গেলো আর বুঝি,
চোখের মনিতে মিটিয়ে ভরসা মুছে,
কেউ আবার যে চলে আসে নাহি বলে।

সবই খেলা না কাঁচের পতুল মতো,
চোখের আড়ালে কেউ রাখে নাহি মনে।
কার কি হয়েছে চলে যাওয়ার মানে।

কেউ চলে যায় /কেউ ফিরে আসে/ কভু,
যাওয়া আসার/ মাঝে কেউ মনে/ রাখে,

যতো ক্ষণ চোখ/ চোখ পড়ে জুড়ে/ থাকে,
ততক্ষণে খুব/ মন ভরে মনে/ রাখে।

আহা কী আবেগ/ আহরে আহার/ কাঁদে
ভুলে যায় সব /চোখের আড়ালে /ফাঁদে।

0.00 avg. rating (0% score) - 0 votes