আহব্বান

চল, চল সবাই চল,
করব বিদ্রহ,
সন্ত্রাসীদের করব ধ্বংশ।

যারা হরন করেছে সাধারণের স্বাধীনতা।
যারা কেড়েছে গরীবের হক।
যারা ধ্বংস করছে এ দেশকে।
তাদের করব ক্ষান্ত।

চল, চল সবাই চল,
করব বিদ্রহ,
সন্ত্রাসীদের করব ধ্বংশ।

যারা করে অন্যায়
যারা অন্যায়কে দেয় প্রশ্রয়।
যারা ধ্বংশ করে নিষ্ঠ-ন্যয়।
তাদের করব ধ্বংশ।

চল, চল সবাই চল,
করব বিদ্রহ,
সন্ত্রাসীদের করব ধ্বংশ।

এক হয়ে সব শ্রমিক কৃষাণ।
উড়াব মোদের বিজয় নিশান।
দেওয়ালে ঠেকেছে পিঠ
সময় নেই পিছাবার।
এসেছে সময় অধিকার প্রতিষ্টার।।।

মহি উদ্দীন

0.00 avg. rating (0% score) - 0 votes