হারানোর ঠিকানা
-বলরাম সরকার
____________________
দূর থেকে সরে-
আর কত দূরে..
গেলে,বল তো পৌঁছানো যায়,
তোমার ভালোথাকার ঠিকানায়?
তুমি তো ছিলে
আকাশের নীলে-
ছিলে, রাতের নিরব জোছনায়
ছিলে, আমার না লেখা কবিতায়।
শুনে যে কোন আহ্বান,
তুমি যে দিয়েছ উড়ান
বল কিভাবে পৌঁছানো যায়
নীড় হারা পাখির ঠিকানায় ?
আকাশের তারা মাঝে-
তোমায় বেড়াই খুঁজে..
বল,ওগো,আলোরই নিশানা-
বল, হারানোদের কি ঠিকানা?
খুঁজব তাকে, দেখব একটি বার,
কত সুখে আছে সে পাখি আমার!