তোমায় হারিয়ে

আমি ছিলাম তোমার কাছে চোখের ছায়ায় ভেসে
তোমার কাছে তোমার পাশে ইচ্ছার অভিলাষে।
কোন সে ভুলেই চলে গেলাই ঠেলে দিছো দুরে,
এখনো রই তোমার পথেই মিথ্যা চোখে দেশে।
তোমায় ভাবুক স্বপ্ন গুলো হলো ধুলির সাথ,
এখন আমায় সাড়া জাগায় না তেমনিই ওন,
তোমার নিয়া স্বপ্ন গুলো করল পালায়ন
এখন আমি নিজের মাঝে পাই নাতো আপন।

0.00 avg. rating (0% score) - 0 votes