প্রজাপতি
-বলরাম সরকার
★★★★★★★★
প্রজাপতি,প্রজাপতি,
করে এত নাচানাচি –
তুমি কোথায় উড়ে যাও?
বলি শোনো, প্রজাপতি,
হবে নাকি তোমার ক্ষতি ,
যদি আমায় নিয়ে যাও?
তোমার ডানার রংগুলো কি
আমায় দিয়ে দেবে নাকি?
মাখব আমি গায়ে মুখে !
উড়ব আমি পথটি ভুলে –
বাগানের ওই ফুলে ফুলে,
থাকব আমি ভীষণ সুখে ।।