আকাশ ছোঁয়ার

আকাশ যদি থাকতো কাছে হয়ে
যেতো মাপেই হাজার ভাগে,
কে নিবে তাই ঘুম হতো না কার পিছে
কে ছুটতো আগেভাগে।

সাগর নদীর তলো দেশটি জলজ বাসের
যদি পেতো হাতকে লাগুর,
জলজ নামক ছাপাই করে সকল
চুড়োয় মারতো হাতেকে মুগুর।

গভীর বনের গভীরতা পাইতো যদি
নাকের কোটার নাগাল,
লোভী মানুষ ভোরের আগেই সকাল
হইছে বলে দিতো জাগাল।

যদি আকাশ যেতো পেয়ে না থাকিতো
তার উসকানির ভার হাল,
তাতে ও তার হেলা হেলা দিয়ে সবাই
উঠাই দিতো গার ছাল।

আর যদিবা পাইতে গিয়ে সকল কিছু
যদি যাইতো মিছি,
বড় দোষে মুদ্রা দোষী কোথায় থেকে
আর তা আমরা নিছি।

আকাশ যদি কাছে হতো মাটির কাছে
বলতো শোনছ কী,
মাটির উপর ময়লা ফেলে বলতো নিচু
মাটি এতো ছি।

বাতাসের গাঁয় পাখির মতো
মিশে গিয়ে উড়তে পারতো যদি
তাহার পিছু কাছে পাওয়ার
মুশকিল হতো থাকতো নিরবধি।

তবু যদি পানির উপর দুটি পায়ে
কভু হাঁটা যেতো,
বহু আগে উপর পড়ে ইচ্ছে করে
খালি হোঁচট খেতো।

সোনার আকাশ সোনার মোহর
দুইটার যদি পেতো লাগুর,
তা দিয়ে এও নাক ডুবিলে
কভু কেনে তার হতো না শুকোর।

0.00 avg. rating (0% score) - 0 votes