আমার গাঁয়ে সবুজ মাটি

আমার গাঁয়ে সবুজ মাটি
লক্ষ্মণ ভাণ্ডারী

আমার গাঁয়ে সবুজ মাটি
বাঁধে প্রীতির বন্ধন,
গাঁয়ের মাটি স্বর্গ আমার
সবাই আপন জন।

গাঁয়ে আছে স্নেহের পরশ
সবুজ গাছের ছায়া,
গাঁয়ের মাঝে সোনাই দিঘি
স্মৃতিতে জড়ানো মায়া।

আমার গাঁয়ে সুফলা মাটি
ফলে সোনার ফসল,
দিঘির জলে মরাল ভাসে
আসে বলাকার দল।

আমার গাঁয়ে সরস মাটি
ফলায় রসালো ফল,
আমের গাছে কোকিল ডাকে
পরাণ করে পাগল।

আমার গাঁয়ে অজয় ঘাটে
সারাদিন মাঝিভাই,
ভাটিয়ালি গেয়ে নাওখানি বায়
তুলনা কোথাও নাই।

আমার গাঁয়ে সাঁঝের বেলা
সাঁঝের সানাই বাজে,
ঢাকঢোল বাজে কাঁসর বাজে
দেবীর মন্দির মাঝে।

0.00 avg. rating (0% score) - 0 votes