আমরা কিছু কথা বলছি

আমি জেসমিন বেগম বলছি

— জেসমিন বেগম

আশরাফ খান একটা কবিতা লেখেন শহীদ দের জয় হোক এরূপ……..
সমালোচনা হয়েছে এতে ক্ষুদিরাম বসুকে কেন ইনক্লুডিং নয় মানে অন্তর্ভুক্ত করা হয় নাই? …….
তিনি কি শহীদ দলে পরে যাচ্ছেন না?
দেখুন আশরাফ মহিলা বা নারী শহীদদের জন্য জয় হোক বলেছেন…….. যেমন মাতঙ্গিনী হাজরা ও লক্ষ্মীবাঈ………….
দেখুন আশরাফ ক্ষুদিরামের কান্নাকে একই কান্না বলেছেন……..
তার মানে স্বাধীনতা সংগ্রামী শহীদ দের কথাই বলেছেন ! অন্য শহীদ নয়…… আবার ক্ষুদিরাম মানে পুরুষ শহীদ ইনক্লুডিং নয় মানে অন্তর ভুক্ত নয়………. এতে প্রমান টা পেয়েই যাচ্ছেন ll

আমি আশরাফ বলছি
— আশরাফ খান

জেসমিন উপরোক্ত কথা গুলো একদম ঠিক বলেছে ll

0.00 avg. rating (0% score) - 0 votes