গাঁয়ে আছে ছোট নদী

গাঁয়ে আছে ছোট নদী
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ে আছে ছোট নদী নামটি অজয়,
কেহ বলে নদ তারে কেহ নদী কয়।
অজয়ের দুই পারে সারি সারি গাছ,
নদীজলে জেলে সব রোজ ধরে মাছ।

গাঁয়ে আছে ছোট দিঘি সোনাদিঘি নাম,
পাড়ে তার সারি সারি আম আর জাম।
দিঘিতে হাঁসের দল কাটিছে সাঁতার,
ছেলেরা সাঁতার কাটে জলে চারিধার।

দিবসের শেষে রবি আলোক হারায়,
গাঁয়ের অজয় চরে আঁধার ঘনায়।
নীড়ে নীড়ে পাখিসব কলরব করে,
সাঁঝের আঁধার নামে অজয়ের চরে।

রাত কাটে হয় ভোর অজয়ের ঘাটে,
সোনারবি উঁকি দেয় চাঁপাডাঙা মাঠে।

0.00 avg. rating (0% score) - 0 votes