বসন্ত বিলাপ

বসন্ত-বিলাপ:তিনটি অনুকবিতা
         –বলরাম সরকার
★★★★★★★★★★★★
কার ও বসন্তে পাতা পড়ে ঝরে,
কারও বসন্তে ফুল ফোটে বনে।
আমার বসন্তে আজ অঝোরে –
বৃষ্টিই শুধু নামে!
★★★★★★★

জীবন জীবনহীন 

একাকী কাটে

বসন্তেরও দিন!
★★★★★★★★
পাতা ঝরে পাতা হয়,
ফুলও ফোটে বনে !
এ বসন্তও চলে যেতে চায়,
বিনা পরিবর্তনে !
     —0—

0.00 avg. rating (0% score) - 0 votes