মায়ের হাতের পরশ ।।। শফিক তপন
মাগো তোমার
কোমল হাত কেনযে এত ভালো,
আমার মনে
ছড়িয়ে দেয় ভলোবাসার আলো ।
তোমার হাতের
পরশ পেলে এ জীবন উঠে ভরে,
দুহাত দিয়েই
আগলে রেখ সারা জীবন ধরে ।
অনেক মজা
মাগো তোমার ঐ হাতের খাবার,
একবার খেলে
মন ভরেনা খেতে চাইযে আবার ।
আল্লাহ তুমি
মাকে বাঁচিয়ে রেখ শতকাল ধরে,
আমার দোয়া
এমনই মা হয় যেন সকলের ঘরে ।
————
রবিবার, ১০ চৈত্র ১৪২৫ বঙ্গাব্দ
২৪শে মার্চ ২০১৯ইং