অজয়ের ঘাটে এসে

অজয়ের ঘাটে এসে
লক্ষ্মণ ভাণ্ডারী

অজয়ের ঘাটে এসে তরীখানি থামে,
মাথায় বোঝাই লয়ে লোকজন নামে।
পূবেতে অরুণ রবি কিরণ ছড়ায়,
মাঝিভাই নৌকা বায় ভাটিয়ালি গায়।

গরুগাড়ি হতে ঘাটে নামে নববধূ,
ঘোমটায় দেখা যায় চোখ দুটি শুধু।
পায়েতে আলতা পরা বেনারসী শাড়ি,
বাপের বাড়ি ছেড়ে চলে শ্বশুর বাড়ি।

নদীতটে ঝাঁকে ঝাঁকে শালিকের দল,
সারাদিন খেলে চরে করে কোলাহল।
আকাশেতে শঙ্খচিল উড়ে মেলে পাখা,
সবুজ গাছের ছায়ে গ্রামখানি ঢাকা।

অজয়ের ওপারেতে তরী ছুঁয়ে যায়,
কাশবনে ফুল ফুটে পাখি গীত গায়।

0.00 avg. rating (0% score) - 0 votes