হতে যদি পরিযায়ী পাখি

হতে যদি পরিযায়ী পাখি
      -বলরাম সরকার
*******************
হতে যদি তুমি কোনো
পরিযায়ী পাখি –
করতে হত না তোমায়
এমন ডাকাডাকি!
এক শীতের বিরহের পরে –
আসতে তুমি আবার ফিরে
পুরোনো সেই ঠিকানায়,
আমার হৃদয়ের বাসায়।

তুমি তো গেছ চলে –
উড়ে ঐ আকাশ নীলে!
রেখে তো গেলে না তুমি
মধুর কোনো নিশানা ;
বল, কোথায় পাব আমি
ঐ আকাশের ঠিকানা?

আমার সে হৃদয় নীড়
নেই তবে আজ শূন্য
ভালোবাসা, অপেক্ষা –
আছে তোমারই জন্য।

আপন মনে আকাশ পানে
অপলকে চেয়ে শুধু থাকি-
ফেরো যদি কোনো ক্ষণে
হয়ে পরিযায়ী পাখি !

0.00 avg. rating (0% score) - 0 votes