না বলা ভালবাসা

না বলা ভালবাসা
-বলরাম সরকার
*********************
মনের গোপন কোনে
রয়েছে যে অমর ভালোবাসা-
তোমাকে বোঝাতে সে
আজও পায়নি কোনো ভাষা।

মনে যে জাগে ভয় –
প্রত্যাখ্যান যদি হয়।

দূর থেকে তাই দেখি শুধু
তুমি যে ঐ আকাশের চাঁদ।
তোমার কথাই ভেবে শুধু
কতকাল হচ্ছি যে বরবাদ।

চেয়ে দেখ একটি বার, দেখ তুমি
নিচে মাটির পরে
তোমার জন্য দাঁড়িয়ে আছি আমি
কতকাল ধরে….

0.00 avg. rating (0% score) - 0 votes