পড়ে নিস আমার নিরবতা
– বলরাম সরকার
=================
রোজই তো দেখি তোকে
পথে ঘাটে স্মৃতির বাঁকে।
ভয় জাগে এ মনে, তোরই
প্রত্যাখানে।
কীট ভেবে ফেলে দিস যদি
গহিন বনে।
মনে জমে থাকা কথা গুলো তাই
মনের গভীরে নিরবই থেকে যায় ।
আমি তো জানি, নিরবতা
অনেক কথারই মানে-
পড়ে নিস আমার নিরবতা
চেয়ে দুচোখের কোণে।