সুখ দুঃখের নীড় (অনুকাব্য )

মানুষে মানুষে ভেদাভেদ

মানুষেরই হাতে গড়া
সুখ দুঃখের নীড় এ বসুন্ধরা
মানুষেরই তৈরি করা ।
জগতের যত বঞ্চিত জনতা
হাতে হাত মেলাও ,
অধিকার আদায়ের সংগ্রামে
রাজপথে একজোট হও ।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “সুখ দুঃখের নীড় (অনুকাব্য )

Comments are closed.