যা উড়ে তুই
-বলরাম সরকার
*******************
যা না উড়ে দূর আকাশে
ওই তারাদের মাঝে-
একলা নীড়ে থাকব বসে
সকাল, দুপুর, সাঁঝে।
আমার নীড়ে আসবি ফিরে
হয়ত মিথ্যা আশা!
যতই দূরে যাস না সরে
কমবে না ভালবাসা।
সুখে থাকিস ভালো থাকিস
ভুলে যাস আমায় –
আজ আর তোর স্বাধীনতার
কোনো বেড়ি নাই ।