সৎকর্ম শুধু এই না হবে…..
পূর্ব পশ্চিমে মুখ ঘোরাবে…..
বড় সৎকাজ হল এই
বিশ্বাস কিয়ামত দিবসেই !!
ফেরেশতাদের উপর, নবী-রসূলগণ….
সম্পদ ব্যয় করবে আত্নীয়-স্বজন….
এতীম-মিসকীন, মুসাফির-ভিক্ষুক ও মুক্তিকামী।
প্ৰাৰ্থনা প্রতিষ্ঠা করে, দান করে দামী !!
যারা কৃত প্রতিজ্ঞা করে সম্পাদন ….
অভাবে, রোগে-শোকে ধৈর্য্য ধারণ….
এদের আত্মার নেই ভয়
তাঁকে ভালোবেসে যদি করে, হবে জয় !!