ফাল্গুনে

ফাল্গুনে প্রস্ফুটিত
পলাশ শিমূল,
আম্রশাখে বিকশিত
আম্রের মুকুল।

অজয়ের নদীকূলে
সমীরণ বয়,
তরুশাখে সুসজ্জিত
নব কিশলয়।

সোনাদিঘি দুইপাড়ে
সারিসারি গাছ,
দিঘিতে সাঁতার কাটে
বড় রুই মাছ।

গ্রাম সীমানার পাশে
আম্রের কানন,
কোকিলের কুহুতানে
ভরে ওঠে মন।

লাল ধূলোর সরানে
চলে গোরুগাড়ি,
রাঙাপথে যাত্রী আসে
নদীঘাট ছাড়ি।

ফাল্গুনের বনে বনে
নানা ফুল ফুটে,
পূরব গগনে হেরি
লাল রবি উঠে।

পলাশের বনে বনে
সৌরভ ছড়ায়,
মধুকর আসে ধেয়ে
গুঞ্জরণ গায়।

সোনালি কিরণ ছড়ায়
সোনার তপন,
তরুশাখে পাখি ডাকে
হরষিত মন।

নদীবাঁকে ঝাঁকে ঝাঁকে
শালিকের দল,
সারাদিন চরে বসে
করে কোলাহল।

ফাল্গুনে বনে বনে
মনে রং লাগে,
ফুটফুটে জোছনায়
চাঁদতারা জাগে।

রাত কাটে ভোর হয়
পূবে সুর্য উঠে,
ফাল্গুনে পলাশ বনে
লালফুল ফুটে।

0.00 avg. rating (0% score) - 0 votes