সেই কতদূরে

সেই কতদূরে
************

সেই কতদূরে, যেখানে পড়ন্ত সূর্যের প্রচ্ছদে
অপেক্ষা করতো সোনালী তুমিময়তা,
যেখানে গায়ে মাখা সুর ভেসে যেত ঝর্ণার বহতা ধারায়,
যেখানে আমরা সন্ধ্যা আঁকতাম মিথুন তুলির বিষাদ ছোঁয়ায়,
সেই কতদূরে, যেখানে মৌতাত বিলিয়ে যেত
তোমার কালবৈশাখী চুল ——–
সেখানে আজ শান্ত দীঘির মতো
নির্জনতা শুয়ে থাকে।

সেখানে আর পিয়ালগাছের খসে পড়া পাতায়
লেখা হয় না তোমার নামের প্রথম অক্ষর।
গাছের বাকল কেটে আঁকা হয় না যুগ্ম সোহাগ।
সেখানে আর পাখিদের কুজনে গুঞ্জনে মিশে
একাকার হয়ে ওঠে না যৌথ হাসির ঝংকার।

সেই কতদিন আগে,
যেখানে ঘড়ির কাঁটা থমকে দাঁড়াতো
তোমার আমার বাহুবেষ্টিত মগ্নতায়,
আকাশের বুকে ঘন ঘন সাঁতার কাটতো দোয়েলের শিস,
সেখানে আজ সব সব যেন শব পাল্টে গেছে
তোমার অবর্তমানে,
একটা মরুময় তুমিহীনতায় ————

0.00 avg. rating (0% score) - 0 votes