বলতে পারো ?

বলতে পারো ?
***************

বলতে পারো, দু’হাত দিয়ে আর কতটা অতল তুলে নিলে
খুঁজে পাবো তোমায় ?
কতটা ?
আজন্ম গুছিয়ে রাখা অপূর্ণ ইচ্ছের সমান ?
খোলা ছাদে দাঁড়িয়ে তারা গোনা রাত্রে
আকাশ আর চোখের ব্যবধানের সমান ?
নাকি আরো বেশি ?
বলতে পারো ?

তুমি যেটাকে বাতাস ভেবেছ এতদিন,
চুল ভাসিয়ে সুগন্ধ ছড়িয়েছ শ্মশান প্রান্তরে,
সেটা অবলীলায় বেরিয়ে আসা আমার দীর্ঘশ্বাস।
তাকে বাধা দিইনি কোনোদিন, তোমার অনাবিল হাসিটুকু
বিলিয়ে দিতে বলেছি,
আমার পুতিগন্ধময় আয়ূরেখার চারপাশে।

তুমি কি বলতে পারো, আমার নির্ঘুম চোখের অববাহিকা দিয়ে
বয়ে যাওয়া ঘুমন্ত স্বপ্নেরা কেন আরো বেশি
ঘুম পিয়াসী হতে চেয়েছে বারবার ?

একপাশে নষ্টচাঁদ, আর একপাশে বৃষ্টিমেদুরতা,
মাঝখানে আমি দু’হাত দিয়ে অতল তুলে ধরছি,
তোমার হৃদয় খোঁজার অছিলায়।

বলতে পারো আমায়, নিঃশ্বাসের
করিডোরে আরো কত পথ বাকি ???

0.00 avg. rating (0% score) - 0 votes