“স্বপ্ন” তিনটি অনু কবিতা

“স্বপ্ন” তিনটি অনু কবিতা
.                -বলরাম সরকার
*************************
আঘাত দিও  ক্লান্তি দিও
ঘুমও দিও  চোখে –
দিও না শুধু স্বপ্ন আমায়
স্বপ্নকে ভয় লাগে।
************************
স্বপ্ন গুলো যার
ভাঙ্গে বার বার –
বার বার ঘটে
শুধু তারই  পরাজয়
সেই দুচোখে
স্বপ্ন এলেই লাগে ভয়।
************************
তুমি তো কখনও দাওনি স্বপ্ন
সে ছিল-
আমারই চোখের কারসাজি।
বলব কেন ভেঙ্গেছ সে স্বপ্ন ?
দেব কেন
দোষ, তোমাকেই মিছিমিছি!
************************

0.00 avg. rating (0% score) - 0 votes