রাজার বিচার

রাজার পেয়াদা আনিল ধরিয়া
ছিঁচকে চোর একজন,
চোর চুরি করে ধরা নাহি পড়ে
পাকা চোর সেইজন।

“তুই ব্যাটা চোর শাস্তি হবে তোর”
পেয়াদা হাঁকিয়া কয়,
চোর শুধু বলে ভাসে আঁখিজলে
ছেড়ে দাও মহাশয়।

ছাড়িল না তারে রাজার গোচরে
বাঁধিয়া লইয়া যায়,
যারা চুরি করে ধরা যদি পড়ে
সমুচিত সাজা পায়।

শুনি রাজা কহে, “শোন, বাপু ওহে
কি চুরি করেছ তুমি?
থালা বাটি ঘটি, ছাতা ধুতি চটি?
তব মুখে বল শুনি”।

চোর কাঁদি কহে চক্ষে ধারা বহে
কহিতে পারে না মুখে,
“ঘরে নাই চাল, পড়েছে আকাল
দিন কাটে মোর দুখে”।

শুনি রাজা কয়, মন্ত্রী মহাশয়
মোর রাজকোষ হতে,
স্বর্ণমুদ্রা শত গুনে ঠিক মত
দেহ এই অভ্যাগতে।

চোর শুনে হাসে, অশ্রুজলে ভাসে
“ধন্য তুমি মহারাজ!
রাজার বিচারে সাজা হত মোরে
ফাঁসি হত মোর আজ”।

চোর চুরি করে ভুখা পেট তরে
দোষ কিছু নাহি তার,
চোরে আনি ধরে পুরস্কৃত করে
সর্বশ্রেষ্ঠ সে বিচার।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “রাজার বিচার

Comments are closed.