জোনাকবেলায়

জোনাকবেলা
*************

জোনাকবেলায় আমি শুধু বাতাসের সুর গুনি,
গুনতেই থাকি, অন্ধকার পেরিয়ে পেরিয়ে।

বারবার বেঁচে উঠি, মরে যাওয়ার আগেই,
মেঘপ্রান্তে লেগে থাকা জলফোঁটায় চিবুক ডুবিয়ে
প্রতিচ্ছবি খুঁজি নিজের।
ঘুমন্ত রমণীর মতো শান্ত অতীতের অলিন্দে তাকিয়ে দেখি,
যদি কোনো একলা অবেলায়
তুমি ভুলে গেছো কিছু উনকথা।

স্মৃতিপটের আলোহীন উপত্যকা জুড়ে
রঙিন ফানুসগুচ্ছ
নিবে নিবে জ্বলতে থাকে, নাকি
জ্বলে জ্বলে নিবতে থাকে,
কাউকে জিজ্ঞেস করিনি কোনোদিন।
সমস্ত অন্ধকার জুড়ে রামধনুর বাতি নিয়ে
নিজেই সাজিয়ে তুলি নিজের চিতা।

দুষ্টু অবেলায় আর জোনাকবেলায়
আমি বাতাসের মতোই নিজেকে হারিয়ে ফেলি,
শুধু দৌড়ে যেতে থাকি, নিজেকে পেরিয়ে পেরিয়ে।

0.00 avg. rating (0% score) - 0 votes