আমি থাকি কল্প-লোকে, কল্প-খাবার খাই,
কল্পনাতে ক্ষুদ্র আমি কোথায় নাহি যাই?
কল্পনাতে আমি ক্রিকেটার হই –
ঝড়ের বেগে বোলিং করে উইকেট ভাঙি বারবার,
চার ছক্কায় দর্শক মাতাই, কে ঠেকাবে আমায়?
মন্ত্রমুগ্ধ আমার খেলায় মাশরাফি আর শচীন রমেশ
পিঠ চাপড়ে বলে – ‘সাবাস ব্যাটা, খেলেছিস আজ বেশ’।
কল্পনাতে আমি যখন ফুটবলার হই –
গোল করি আমি গন্ডা খানিক, জেতাই আমার দল ,
বেস্ট প্লেয়ার উপাধি পাই ; গলায় সোনার মেডেল।
আমার রেকর্ড দেখে হতভম্ব ম্যারাডোনা আর পেলে,
সবার মতো তারাও আমায় সেরার সেরা বলে।
কখনোও আবার সাংবাদিক হই –
সত্য খোঁজায় আর সত্য প্রচারে আমার অনড় প্রথা,
আমার মতো নির্ভীক আর দুঃসাহসী কেউ দেখেনি কোথা।
দুষ্কৃতিকদের যম আমি গণ মানবের বন্ধু,
সবাই আছে আমার সাথে ; ছাড় পাবে না নন্দু।
কখনো আমি ডাক্তার হই –
নাম শুনতেই রোগ জীবাণু পালিয়ে গিয়ে বাঁচে,
আমার হাতে পড়লে যে তার কঠিন খবর আছে।
মারণব্যাধি ক্যান্সারের আমার হাতেই নাশ,
বিশ্বসেরা ডাক্তারেরা বলে আমায় ‘সাবাস’।
যখন আমি বিজ্ঞানী হই –
টাইম মেশিন ছাড়াও আমার কত আজব আবিষ্কার ,
একুশ শতকে বসেও সেসব ভাবেনি কেউ আর।
এআই, গ্যালাক্সী ট্যুর, মাইন্ড রিডিং আমার কাছে নস্যি,
নিউটন, হকিং, আইনস্টাইন আমায় বলে দস্যি।
যখন আমি দেশের নেতা –
দুর্নীতি আর কালোবাজারির খেলা করে দেই শেষ,
বেআইনী, খুন-খারাবি, রাহাজানি পালায় ছেড়ে দেশ।
ফাঁক রাখিনা অপরাধের, অপরাধীকে দেই সাজা,
বিশ্ববাসী বলে আমায় আমিই শ্রেষ্ঠ রাজা।
কল্পনাতে এবার হই সুপুত্র –
বাবা মায়ের বাধ্য ছেলে, কষ্ট পেতেও রাজি,
পড়ালেখাতেও সেরা আমি, সকল কাজের কাজী।
পুত্র আমি সবার সেরা, বোনের সেরা ভাই,
সবাই বলে আমার নাকি কোনোই তুলনা নাই।
যখন আমি বন্ধু কারো –
বন্ধুর আমায় দরকার হলে অতল সাগর নামি,
যার যেখানেই সমস্যা হোক, সমাধান এই আমি।
কত পাহাড়, সাগর ডিঙাই বন্ধুর হাত ধরে,
তাদের নিয়েই পার হতে চাই জীবন নদীর পরে।
কল্পনার এত বীরত্ব আমার বাস্তবে সব হাওয়া,
দিনের শেষে শূন্য আমি, কিছুই হয়না পাওয়া।