অজয় আপন বেগে
লক্ষ্মণ ভাণ্ডারী
অজয়ের নদীঘাটে বেলা আসে পড়ে,
পাখি সব ফিরে যায় আপনার নীড়ে।
দিগন্তে লুকায় রবি পশ্চিমের পানে,
শেষ খেয়া বায় মাঝি দিবা অবসানে।
নির্জন নদীর ঘাটে কেহ কোথা নাই,
অজয় আপন বেগে বয়ে চলে যায়।
দূরেতে শ্মশানঘাটে জ্বলে উঠে শব,
নদী-বাঁকে শোনা যায় শেয়ালের রব।
শাল পিয়ালের বনে চাঁদ ওঠে হাসি,
নদীচরে পড়ে ঝরে জোছনার রাশি।
অজয়ের নদীচরে বাঁধা আছে তরী,
বহিছে অজয় নদী সারা রাত ধরি।
নিশা অবসানে পূবে, উঠে দিবাকর,
সোনালী কিরণে হাসে অজয়ের চর।