রেখেছি আজও খুলে মোর দ্বার

রেখেছি আজও খুলে মোর দ্বার,
.          -বলরাম সরকার
০০০০০০০০০০০০০০০০০০০০০
রেখেছি আজও খুলে মোর দ্বার,
তুমি বুঝি আসবে ফিরে  আবার।
সেই যে গেলে দূরে চলে,
সব ভুলে একলা ফেলে;
তুমি এলে না তো ফিরে আর।
আজও
মনে হয় শুধু বারে বারে,
এই বুঝি –
তুমি এলে মোর দ্বারে !
এ স্বপন যদি তুমিও দেখো –
তবে তুমি কেন দূরে থাকো ?

0.00 avg. rating (0% score) - 0 votes