দরবেশ
দরবেশ সেজে থাকেন উনি
পির ফকিরের মুরিদ তিনি
যখন তিনি মুখটি খোলেন
কথায় কথায় মিথ্যে বলেন
নিজেকে তিনি ভাবেন মহাজ্ঞানী ।
মাস্টার
রজব আলী পোদ্দার অংকের মাস্টার
স্কুলের দেয়ালে তার কোচিং এর পোস্টার
স্কুলের ক্লাসে গল্প করে সময় কাটান
কোচিং এ ভর্তি হলে অংক শেখান
এভাবেই করেন তিনি অনেক টাকা রোজগার ।
মুক্তির পথ
এ সমাজে চাই এখন অর্থ আর অস্রের শক্তি
তাহলেই পাবে তুমি নিশ্চিত মুক্তি
অস্রের ঝংকারে বাড়ে বাহুবল
দুর্নীতি করলেই বাড়ে অর্থবল
বাঁচতে হলে লড়তে হবে চলবেনা কোন যুক্তি ।