আমি যে চাতক পাখি
. – বলরাম সরকার
০০০০০০০০০০০০০
দেখেছি তারে
দাঁড়িয়ে দ্বারে
নিয়ে হাসি মুখ খানি।
সে যে রূপের রানী ।
যেন প্রদীপ জ্বলে সাঁঝে!
রূপের ছটা আঁধার মাঝে
করে বিকিরণ।
মোর প্রাণ মন
হল আনন্দে বিহ্বল!
দেখে তারে অবিরল
মেটে না যে আশ।
বারে শুধু পিয়াস!
চাই কেন এ মন
দেখি সারাক্ষণ
তার ওই দুটি আঁখি?
আমি যে চাতক পাখি।